আজ- ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  রাত ১০:০০

টাঙ্গাইলে নিরাপদ অভিবাসন বিষয়ে মতবিনিময় সভা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের সাংবাদিকদের সাথে নিরাপদ অভিবাসন বিষয়ক এক মতবিনিময় সভা শনিবার(১২ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেণ্টস রিসার্স ইউনিট(রামরু) এর উদ্যোগে ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোশারফ হোসেন খান।
স্থানীয় পসশিক পর্ষদ হলরুমে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। মূল বিষয় উপস্থাপন করেন, রামরু’র প্রোগ্রাম ডিরেক্টর মেরিনা সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, রামরু’র ফিল্ড কো-অর্ডিনেটর নাজমা আক্তার ও তাকে সহযোগিতা করেন সহকারী ফিল্ড কো-অর্ডিনেটর মো. আইয়ুব আলী।
আলোচনার মূল বিষয়ের উপর ৩০ জনের বেশি সাংবাদিক অংশ নেন। এ সময় রামরু’র উপকারভোগী আল আমিন, বেল্লাল হোসেন ও বিদেশে গিয়ে চোখ হারানো(প্রতিবন্ধী) মিণ্টু মিয়া তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno