আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ১০:২৫

টাঙ্গাইলে নিরাপদ খাদ্য নিশ্চিত করণে কর্মশালা

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলে ‘নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ : আমাদের করণীয়’ শীর্ষক এক কর্মশালা শনিবার(১২ আগস্ট) শহরের ব্যুরো বাংলাদেশ- এর মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ উন্নয়ন বিষয়ক সংগঠন ‘সবুজ পৃথিবী’ ওই কর্মশালার আয়োজন করে।
ব্যুরো বাংলাদেশ-এর সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক। বিশেষ অতিথি ছিলেন, এফএও’র চীফ ন্যাশনাল অ্যাডভাইজার ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক শাহ মনির হোসেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (টাঙ্গাইল সার্কেল) গোবিন্দ চন্দ্র পাল ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. ইকবাল রউফ মামুন।
ব্যুরো বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ব্যুরো বাংলাদেশ-এর অতিরিক্ত পরিচালক প্রাণেশ বণিক।
বক্তৃতা করেন সবুজ পৃথিবীর নির্বাহী পরিচালক সহিদ মাহমুদ। কর্মশালায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ইউপি চেয়ারম্যান, কৃষি কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, সাংবাদিক, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno