আজ- ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  দুপুর ১২:০৮

টাঙ্গাইলে পলিটেকনিক কলেজ শিক্ষকদের প্রতিবাদ সভা

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল পলিটেকনিক ইনষ্টিটিউটে কর্মরত শিক্ষকদের দ্বিতীয় শিফটের সম্মানী ভাতার সমস্যা নিরসনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(২৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি, বাংলাদেশ পলিটেক শিক্ষক পরিষদ, বাংলাদেশ কারিগরি শিক্ষা ও অধিদপ্তর এবং অধিদপ্তরাধীন কর্মচারী সমিতি টাঙ্গাইল পলিটেকনিক শাখার যৌথ উদ্যোগে ওই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি টাঙ্গাইলের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, চীফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (ননটেক) জাফরিনা আক্তার খানম, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার মো. এনায়েত করিম, বাংলাদেশ পলিটেক শিক্ষক পরিষদ টাঙ্গাইলের সহ-সভাপতি আশীষ কুমার ভৌমিক, কর্মচারী সমিতির সদস্য মোস্তাফিজুর রহমান প্রমুখ। সভা সঞ্চালনা করেন, বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদ টাঙ্গাইলের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম। এসময় বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno