আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৬:৫৩

টাঙ্গাইলে পাঁচ দফা দাবিতে ঠিকাদারদের মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল জেলা ঠিকাদার অ্যাসোসিয়েশনের উদ্যোগে টার্ন ওভারের ভিত্তিতে ঠিকাদার নিয়োগ প্রথা বাতিল, ১০% অধিক এবং নি¤œ দর প্রথা সরাসরি বাতিল, লটারির মাধ্যমে ঠিকাদার নিয়োগ, ৫% নিম্নদর চালুকরণ ও এলটিএম পদ্ধতি চালুসহ পাঁচদফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার(৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে টাঙ্গাইল জেলার ঠিকাদার অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, গত বছর পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬ এর ২৪ নং আইটেমের ৩১ নং ধারা সংশোধনীর মাধ্যমে উন্মুক্ত দরপত্র পদ্ধতি সংশোধন করা হয়েছে। সংশোধনীর শর্ত অনুযায়ী একই দরে একাধিক দরদাতা পাওয়া গেলে লটারীর মাধ্যমে দরদাতা নির্বাচন করা যাবে না। সেক্ষেত্রে বিগত ৫ বছরের যে দরদাতার টার্নওভার বেশি সে দরদাতা বিজয়ী দরদাতা হিসেবে নির্বাচিত হবে। এ সংশোধনীর মাধ্যমে কতিপয় দরদাতার কাজ পাওয়ার পথ সুগম হয়েছে। যে কোন দরপত্রে সর্বোচ্চ টার্নওভারধারী দরদাতা সবসময় কাজ পেয়ে যাচ্ছে। এতে অন্যান্য সাধারণ ঠিকাদাররা কাজ না পেয়ে বেকার হয়ে পড়ছে। দাবি পূরণ না হলে জেলার সকল ঠিকাদার ঐক্যবদ্ধ হয়ে দরপত্রে অংশগ্রহণ না করার ঘোষণা দেন ঠিকাদাররা।   
এসময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এমআর খান টুটুলসহ সর্বস্তরের ঠিকাদার।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno