আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  দুপুর ১:২৪

টাঙ্গাইলে পুজা মন্ডপে পীরজাদা শফিউল্লাহ আল মুনিরের অনুদান

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল সদর উপজেলার ১৮৭টি দুর্গাপূজা মন্ডপে অনুদান দিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫(সদর) আসনের সম্ভাব্য আলোচিত প্রার্থী পীরজাদা শফিউল্লাহ আল মুনির। শুক্রবার(২৯ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইল শ্রীশ্রী কালিবাড়ির নাট মন্দিরে এক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদানের টাকা বিভিন্ন মন্ডপের প্রতিনিধিদের হাতে তুলে দেয়া হয়।
কালিবাড়ি নাট মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুভাষ চন্দ্র সাহার সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পীরজাদা শফিউল্লাহ আল মুনির। বিশেষ অতিথি ছিলেন, ভারতীয় হাই কমিশনের উপদেষ্টা দিব্বাঞ্জন রায়, ভারতীয় আন্তর্জাতিক চেম্বার অ্যান্ড কমার্সের ডেপুটি সেক্রেটারী অমরেন্দ্র কুমার সিং, টাঙ্গাইল পৌর সভার মেয়ার জামিলুর রহমান, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির, কালিবাড়ি নাট মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরী প্রমুখ । পরে সদর উপজেলার ১৮৭টি দুর্গাপূজা মন্ডপে প্রতিনিধিদের হাতে অনুদানের টাকা তুলে দেন ইনডেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা পীরজাদা শফিউল্লাহ আল মুনির। প্রধান অতিথির বক্তব্যে শফিউল্লাহ আল মুনির বলেন, আমি আপনাদের পাশে সব সময় থাকতে চাই। আপনারা যে কোন সময় যে কোন বিষয়ে আমার কাছে আসবেন। টাঙ্গাইলবাসীর জন্য আমার দূয়ার সব সময় খোলা রয়েছে। হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান সকলেই ভাই ভাই। ধর্মীয় সম্প্রীতির এ দেশে মানুষ হিসেবে প্রত্যেকের সমান অধিকার রয়েছে। তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
পরে পুজারি ও ভক্তদের সাথে শারৎ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। তাদের আগমনে উৎসব অঙ্গন মূখরিত হয়ে উঠে পূজামন্ডপ। একই সাথে ভক্তদের মাঝেও ব্যপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno