আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৫:৫৩

টাঙ্গাইলে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন

 

দৃষ্টি নিউজ:


‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই’ স্লোগানে রোববার (৬ আগস্ট) সকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে তিনদিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে ওই মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আহাদুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান ও সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্বাস আলী।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টাঙ্গাইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহমদ, নাগরপুরের উপজেলা কৃষি কর্মকর্তা এবিএম রাশেদুল হাসান, হর্টিকালচার সেন্টার এয়ারস্ট্রীপ নার্সারীর উপ-সহকারী উদ্যান কর্মকর্তা মো. রুহুল আমীন, জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি মো. শহীদুজ্জামান মোস্তফা। মুখ্য আলোচক ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু আদনান।
শুরুতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, কৃষক, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওই মেলার আয়োজন করেছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno