আজ- ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  দুপুর ২:২৬

টাঙ্গাইলে বই উৎসব উদযাপিত

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলে উৎসব মুখর পরিবেশে সোমবার(১ জানুয়ারি) বিনামূল্যের পাঠ্যবই বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। নতুন বছরের প্রথম দিন টাঙ্গাইলের ১২টি উপজেলার সকল বিদ্যালয় ও মাদ্রাসায় একযোগে বই উৎসব উদযাপন করা হয়েছে। নতুন বই পেয়ে উচ্ছসিত শিক্ষার্থীরা। সোমবার সকালে টাঙ্গাইল শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, ইউএনও জিনাত জাহান, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলম আহাদ।
জেলা শিক্ষা বিভাগ সূত্রে জানাগেছে, জেলার ১২টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় প্রায় ৯২ লাখ নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno