আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  রাত ৮:০২

টাঙ্গাইলে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পুনঃপাঠ কর্মসূচি শুরু

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ পুনঃপাঠ কর্মসূচি শুরু হয়েছে। রোববার(৫ মে) সকালে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক সুভাষ সিংহ রায়। অনুষ্ঠানের উদ্বোধন করেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সামসুল হক, এমএ রকিব শামীম, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, প্রচার সম্পাদক আলমগীর হোসেন তালুকদার, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড়মনি, সাধারণ সম্পদক এমএ রৌফ। অনুষ্ঠানে ‘বাংলাদেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর দর্শন’ বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষে আগামি ছয় মাসব্যাপী এ কর্মসূচি চলবে। কর্মসূচি চলাকালে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ ছাড়াও শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধুর রাজনৈতিক ও কর্মময় জীবনের উপর নির্মিত বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno