আজ- ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সকাল ৭:২৯

টাঙ্গাইলে বাল্য বিয়ে নিরোধ দিবস পালিত

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলে ‘কন্যাশিশুর জাগরণ, আনবে দেশে উন্নয়ন’ স্লোগানে নানা কর্মসূচির মধ্যদিয়ে বৃহস্পতিবার(১২ অক্টোবর) বাল্য বিয়ে নিরোধ দিবস পালন করা হয়েছে। জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর ও ব্র্যাক আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল মানববন্ধন, র‌্যালি ও সমাবেশ।
টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ স্মৃতি পৌর উদ্যান সংলগ্ন সড়কে মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন সুলতানা, ব্র্যাকের ফিল্ড কো-অর্ডিনেটর মো. নজরুল ইসলাম, কর্মসূচি সংগঠক রাবেয়া খাতুন, ব্র্যাক-এর প্রতিনিধি লুইস গোমেজ, আশরাফ আলী ও স্বাস্থ্য কর্মসূচির প্রতিনিধি মো. রেজাউল করিম প্রমুখ।
কর্মসূচিতে জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর, ব্র্যাকের কর্মকর্তা সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

 

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno