আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  রাত ২:০১

টাঙ্গাইলে মহান বিজয় দিবস উদযাপিত

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ৪৭তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে টাঙ্গাইল পৌরসভা শহীদ স্মৃতি পৌর উদ্যানে ছয়দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করে। জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল, ৩১বার তোপধ্বনি, সরকারি-বেসরকারি, স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান-সংগঠন ও ব্যক্তিগত পর্যায়ে জাতীয় পতাকা উত্তোলন, শহীদবেদীতে পুস্পার্ঘ অর্পণ, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শণ, বর্ণাঢ্য র‌্যালি, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, প্রীতি ফুটবল ম্যাচ, মহিলাদের অংশ গ্রহনে আলোচনা সভা, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শণ, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা, খেলাধূলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আলহাজ মো. ছানোয়ার হোসেন এমপি, মোছা. মনোয়ারা বেগম এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. নেছার উদ্দিন জুয়েল, জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ প্রমুখ।
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিকাল ৫টায় আয়োজিত আলোচনা সভায় পৌর মেয়র জামিলুর রহমান মিরণ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারাকাত। বিশেষ অতিথি ছিলেন, আলহাজ মো. ছানোয়ার হোসেন এমপি, মোছা. মনোয়ারা বেগম এমপি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সামছুল হক। আলোচনায় অংশ নেন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জাহাঙ্গীর হোসেন তালুকদার, কুমুদিনী সরকারি কলেজের অধ্যাপক আয়শা আক্তার আশা প্রমুখ।

 

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno