আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সকাল ১১:০৭

টাঙ্গাইলে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলে রাজাকার বাহিনীর এক নেতার বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যা ও লুটপাটের অভিযোগে সোমবার (৪ ডিসেম্বর) আদালতে মামলা দায়ের করা হয়েছে। শহরের ভাল্লুককান্দি এলাকার মুক্তিযোদ্ধা মো. শাজাহান চৌধুরী বাদি হয়ে ওই মামলা করেন। মামলায় বিবাদী করা হয়েছে ভাল্লুককান্দি এলাকার তোফাজ্জল হোসেনকে।
মামলার বিবরণে শাজাহান চৌধুরী অভিযোগ করেন, মুক্তিযুদ্ধ শুরুর পর তোফাজ্জল হোসেন রাজাকার বাহিনীতে যোগদান করেন এবং রাজাকার বাহিনীর আঞ্চলিক অধিনায়কের দায়িত্ব পান। তার নেতৃত্বে ১৯৭১ সালের ২৮ জুলাই দেলদুয়ার উপজেলার পাথরাইলে রাজাকার বাহিনী ১৪জন হিন্দু ব্যবসায়ীকে হত্যা করে এবং তাদের বাড়িঘর লুটপাট করা হয়। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ নেতা মমতাজ আলী মাতব্বরের বাড়িঘর পুড়িয়ে দেন। অনেক মানুষকে ধরে নিয়ে নির্যাতন করেন।
মামলার বাদি পক্ষের আইনজীবী এস আকবর খান জানান, আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম আব্দুল্লা আল মাসুম মামলাটি গ্রহণ করেন। তিনি মামলাটি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দিয়েছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno