আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ২:৩১

টাঙ্গাইলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার(২১ ফেব্রুয়ারি) এ উপলক্ষে জেলা প্রশাসন ও স্থানীয় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান দিনব্যাপী পৃথক পৃথক নানা কর্মসূচি পালন করে।
এ উপলক্ষে দিবসের প্রথম প্রহরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সহ মুক্তিযোদ্ধা, টাঙ্গাইল প্রেসক্লাব, জেলা পরিষদ, টাঙ্গাইল পৌরসভাসহ বিভিন্ন সরকারি- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়।

বৃহস্পতিবার সকালে বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের সহযোগী এবং ভ্রাতৃপ্রতীম সংগঠন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পন শেষে প্রভাত ফেরীতে অংশ গ্রহন করে। এ ছাড়া, দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা, নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno