আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সকাল ৭:১৪

টাঙ্গাইলে শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল শিল্পকলা মিলনায়তনে জেলা পর্যায়ে শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিভাগীয় কমিশনার কেএম আলী আজম প্রধান অতিথি হিসেবে ওই প্রতিযোগীতার উদ্বোধন করেন।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় জেলার ১২টি উপজেলা থেকে আগত ১২টি প্রাথমিক বিদ্যালয় দল, ১২টি মাধ্যমিক বিদ্যালয় ও ১২টি উচ্চ মাধ্যমিক দল তিন ক্যাটাগরিতে মোট ৩৬টি দল অংশ নেয়।
বিকালে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী এলেন মল্লিক, সামছুজ্জামান দারু, আনন্দ চক্রবর্তী, মো. মামুনুল ইসলাম ও মমতাজ নিনা।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno