আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ৪:২৯

টাঙ্গাইলে শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলে সিএনজি চালিত অটোরিকশা শ্রমিককে নির্যাতনের পৃতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার(২০ জুলাই) সকালে শহরের কুমুদিনী সরকারি কলেজের সামনে জেলা অটোরিকশা-অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের কুমুদিনী কলেজ গেইট টু সুরুজ রামপুর শাখা ওই মানবন্ধন কর্মসূচি পালন করে।
কুমুদিনী সরকারি কলেজ গেইটের সামনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা অটোরিকশা-অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, মো. সেলিম মিয়া, মো. শেখ ইলিয়াস, শামসুল আলম, আজাহার আলী, মো. বাবলু মিয়া, মো. তুহিন মিয়া, মো. নুরুল ইসলাম, আইয়ুব আলী, আনিস মিয়া, হাসান আলী, লেবু মিয়া প্রমুখ। বক্তারা বলেন, জেলা অটোরিকশা-অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের কুমুদিনী কলেজ গেইট টু সুরুজ রামপুর শাখার শ্রমিক মো. বাবু মিয়ার উপর নির্যাতনকারীদের আগামি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno