আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ৪:১০

টাঙ্গাইলে সিএইচসিপিদের চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান ধর্মঘট

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে জেলার কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি কর্মীরা। মঙ্গলবার(২৩ জানুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী ওই অবস্থান ধর্মঘট পালন করে জেলার ৩৬টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত ৪৩৬জন সিএইচসিপি। পরে সিভিল সার্জনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।  
অবস্থান ধর্মঘট চলাকালে বক্তব্য রাখেন, সিএইচসিপি জেলা শাখার সমন্বয়কারী নিয়াজ মোর্শেদ রাজীব, মির্জা আল মামুন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশের প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সিডিজি লক্ষ্যমাত্রা অর্জণের জন্য দেশের ডিজিটাল স্বাস্থ্য সেবার কাঠামো আমাদের দ্বারাই নির্মিত ও পরিচালিত হয়। ২০১৩ সালে সরকারের পক্ষ থেকে আমাদের চাকরি স্থায়ী করণেরও উদ্যোগ নেয়া হয়। কিন্তু সেই উদ্যোগের কোন বাস্তবায়ন এখনও পর্যন্ত হয়নি। ফলে, পেশায় কর্মরত প্রায় ১৩ হাজার কর্মী ইনক্রিমেন্ট, বেতন বৃদ্ধি সহ অন্যান্য মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। যে কোন সময় তারা চাকরি হারানোর ভয়ে আছেন। তাদের পরিবার-পরিজন নিয়ে দুর্বিসহ জীবন-যাপন করছেন।
এসময় তারা অবিলম্বে দেশের স্বাস্থ্য খাতকে আরও সুসংগঠিত করার জন্য চাকরি স্থায়ী করণের দাবি জানান।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno