আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সন্ধ্যা ৬:৫২

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক, যুব ও ছাত্রদলের ৭ নেতা কারাগারে

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের ৭ নেতাকে আদালত অবমাননার দায়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার(১৫ জানুয়ারি) তারা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে বিচারক শওকত চৌধুরী তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তারা হচ্ছেন, টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরিকুল ইসলাম ঝলক, সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, সমাজকল্যাণ সম্পাদক এমএ বাতেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুজ্জামান টুটুল, সহ-সাংগঠনিক সম্পাদক একেএম আব্দুল্লাহ।
এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী আব্দুল বাকী ও চমল আল মুইত বলেন, গত ১৬ অক্টোবর টাঙ্গাইল সদর উপজেলার বাজিদপুর এলাকার একটি বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় ওই ৭ জনকে অভিযুক্ত করা হয়। পরে তারা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আসেন। কিন্তু গত ডিসেম্বর মাসে তাদের উচ্চ আদালত থেকে দেয়া জামিনের সময় শেষ হয় গেলে তাদের টাঙ্গাইলের আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনের কারণে তারা হাজির হতে পারেননি। পরে মঙ্গলবার তারা আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। আদালত অবমাননার কারণে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno