আজ- ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  রাত ৮:২৪

টাঙ্গাইল জেলায় জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৪৩১জন

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল জেলার ১২টি উপজেলা থেকে এবারের এসএসসি পরীক্ষায় দুই হাজার ৪৩১জন জিপিএ-৫ পেয়েছে। জেলায় মোট ৪০হাজার ৬৭৮জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩০হাজার ৪৭৭জন। জেলায় গড় পাশের হার ৭৪.৯২।
জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, সবচেয়ে ভালো ফলাফল করেছে মির্জাপুর ক্যাডেট কলেজ। এ কলেজের ৪৯জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়ে পাস করেছে। জেলা শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মোট ৩৬৪জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। এর মধ্যে ২৮৫জন জিপিএ-৫ পেয়েছে।
এছাড়া টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৯৩৩জন, ঘাটাইল উপজেলা থেকে ২৮৬জন, মির্জাপুর উপজেলা থেকে ২৩৬জন, কালিহাতী উপজেলা থেকে ২০৫জন, মধুপুর উপজেলা থেকে ১৬১জন, ধনবাড়ী উপজেলা থেকে ১২৩জন, সখীপুর উপজেলা থেকে ১৩৭জন, গোপালপুর উপজেলা থেকে ৬৩জন, ভূঞাপুর উপজেলা থেকে ৩৭জন, বাসাইল উপজেলা থেকে ১৫জন, নাগরপুর উপজেলা থেকে ৪২জন এবং দেলদুয়ার উপজেলা থেকে ১৯৩জন জিপিএ-৫ পেয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno