আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৬:০৭

টাঙ্গাইল জেলা ক্রিকেট দল ৬ উইকেটে নেত্রকোণা জেলা দলকে হারিয়ে জয়ী

 

দৃষ্টি নিউজ:


ইয়াং টাইর্গাস অনুর্ধ্ব-১৮ বিভাগীয় জাতীয় চ্যাম্পিয়নশীপ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় নেত্রকোণা জেলা ক্রিকেট দলকে ৬উইকেটে হারিয়ে জয় লাভ করেছে টাঙ্গাইল জেলা ক্রিকেট দল। দ্বিতীয় দিনের খেলায় টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দল টসে জিতে নেত্রকোণা জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দলকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। নেত্রকোণা জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দলকে নির্ধারিত ৫০ ওভারের খেলায় ২৫ ওভারে সবক‘টি উইকেট হারিয়ে ২৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। টাঙ্গাইল জেলা দলের পক্ষে রিজন ২টি, জহির ২টি, সানী ২টি ও ইমন ২টি করে উইকেট লাভ করে।
৩০ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দল ৬ ওভারে ৪উইকেট হারিয়ে ৩১ রান সংগ্রহ করে ৬উইকেটে জয় লাভ করে। আগামি ১৪ নভেম্বর টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দল জামালপুর জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দলের সাথে প্রতিযোগিতা করবে।
বিভাগীয় চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় ঢাকা বিভাগ (উত্তর) থেকে ৯টি জেলা দল অংশ গ্রহন করছে। জেলাগুলো হচ্ছে, এ গ্রুপে টাঙ্গাইল, নরসিংদী, নেত্রকোণা, জামালপুর ও গাজিপুর। বি গ্রুপে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ ও শেরপুর।
টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দলের, অধিনায়ক হৃদয়, সহ অধিনায়ক সানি, উইকেট কিপার মুশফিক। অন্যান্য খেলোয়ারা হচ্ছেন, পার্থ, তানভীর, পায়েল, রিজন, আরিফুল, সুফিয়ান, জুবায়ের, জহির, ইমন, আকাশ, ইমরান, সজিব, নাহান, অনিক ও সীমান্ত। জেলা দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এ. হাসান খান ফিরোজ। জেলা দলের কোচ হিসেবে রয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড টাঙ্গাইল জেলা দলের কোচ আলহাজ্ব মো. আরাফাত রহমান ও সহকারী কোচ রাজিব খান।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno