আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৬:০৮

টাঙ্গাইল জেলা শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

 
জেলা শিক্ষক-কর্মচারীরা মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালন করে

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা শিক্ষক-কর্মচারীরা মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেছে। মঙ্গলবার(৩০ এপ্রিল) সকালে নিরালা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করে টাঙ্গাইল জেলা শিক্ষক সমিতি।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম রব্বানী, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. শামীম আল মামুন জুয়েল, উপদেষ্টা মীর মো. আশরাফ হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান।

জেলা শিক্ষক-কর্মচারীরা মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালন করে

বক্তারা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য ১০% কর্তনাদেশের প্রজ্ঞাপন বাতিল এবং মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবি জানায়। পরে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন।
এ সময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এ কর্মসূচিতে অংশগ্রহন করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno