আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সন্ধ্যা ৬:৪৬

টাঙ্গাইল পতিতা পল্লী বন্ধে হাইকোর্টের রুল

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল শহরের কান্দাপাড়া পতিতা পল্লী কেন বন্ধ করা হবে না এবং তাদের পুনর্বাসন কেন করা হবে না- জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার(৪ ডিসেম্বর) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট বোরহান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
আগামি চার সপ্তাহের মধ্যে মন্ত্রী পরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, সমাজ কল্যাণ সচিব, টাঙ্গাইলের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
ওই এলাকায় অবস্থিত টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আমির কুদরত-ই-এলাহী খান কান্দাপাড়া পতিতা পল্লী বন্ধ এবং পতিতাদের পুনর্বাসনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। রিট আবেদনে বলা হয়,পতিতা পল্লীর পাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে। এছাড়া রিট আবেদনে কান্দাপাড়া পতিতা পল্লী নিয়ে পত্রিকায় প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন সংযুক্ত করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno