আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ১:৪২

টাঙ্গাইল প্রেসক্লাবের প্রথম ক্রিকেট টুর্নামেণ্ট শুরু হচ্ছে শুক্রবার

 

দৃষ্টি স্পোর্টস:

টাঙ্গাইল প্রেসক্লাবের প্রথম ক্রিকেট টুর্নামেণ্ট-২০১৮ আগামি শুক্রবার (১৩ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। টাঙ্গাইল প্রেসক্লাব আয়োজিত এ টুর্নামেণ্টে মোট চারটি দল অংশগ্রহণ করবে। দলগুলো হচ্ছে, সভাপতি দল, সহ-সভাপতি দল, সাধারণ সম্পাদক দল ও যুগ্ম-সাধারণ সম্পাদক দল। টুর্নামেণ্টে এ চারটি দল লীগ ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করবে।
টুর্নামেণ্ট কমিটি জানায়, টুর্নামেণ্টটিতে শুধু টাঙ্গাইল প্রেসক্লাবের আজীবন সদস্য, সম্মানিত সদস্য, সহযোগী সদস্য ও সম্পৃক্ত সদস্য সাংবাদিকরা অংশগ্রহণ করছেন।
সভাপতি দলের খেলোয়াররা হচ্ছেন, অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, জাফর আহমেদ, কেএস রহমান শফি, কামনাশীষ শেখর, মির্জা শাকিল, ইসমাইল হোসেন সেলিম, ইফতেখারুল অনুপম, অরণ্য ইমতিয়াজ, খান আহমেদ শুভ, শামীম আল মামুন, শফিকুজ্জামান খান মোস্তফা, কাজী হেমায়েত হোসেন হিমু, মোস্তাক হোসেন, তোফায়েল আহমেদ রনি, আবু সাঈদ।
সহ-সভাপতি দলের খেলোয়াররা হচ্ছেন, শামসাদুল আখতার শামীম, রেফাজুর রহমান, ড. মোহাম্মদ কামরুজ্জামান, সাহাব উদ্দিন মানিক, কাজী তাজ উদ্দিন রিপন, হাবিব খান, আবু রায়হান খান, এসএম আউয়াল মিয়া, আরিফুর রহমান টগর, সাইফুর রহমান ফারুক, শামীম আল মামুন, মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সোহেল তালুকদার, কাজল আর্য।
সম্পাদক দলের খেলোয়াররা হচ্ছেন, ফজলুর রহমান খান ফারুক, কাজী জাকেরুল মওলা, খন্দকার মাসুদুল আলম, মাহমুদ কামাল, মহব্বত হোসেন, একরামুল হক খান তুহিন, গোলাম কিবরিয়া বড় মনি, মহিউদ্দিন সুমন, আতিকুর রহমান, মাসুদ আব্দুল্লাহ, আবু যুবায়ের উজ্জল, সুমন কুমার রায়, নওশাদ রানা সানভী, শহিদুল ইসলাম, রাশেদ খান রশিদ।
যুগ্ম-সম্পাদক দলের খেলোয়াররা হচ্ছেন, ছানোয়ার হোসেন এমপি, নাসির উদ্দিন, আব্দুর রহিম, মালেক আদনান, মাসুম ফেরদৌস, কাদির তালুকদার, মোস্তফা কামাল নান্নু, মামুনুর রহমান মিয়া, খন্দকার হাবিবুল্লাহ কামাল, মোশারফ হোসেন সিদ্দিকী, জে সাহা জয়, অলক কুমার দাস, সুমন খান বাবু, রবিন তালুকদার।
জানা যায়, আগামি শুক্রবার (১৩ এপ্রিল) শুরু হয়ে প্রতি শুক্রবার খেলা অনুষ্ঠিত হবে। প্রতি শুক্রবার দুইটি করে খেলা অনুষ্ঠিত হবে। আগামি শুক্রবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবে সভাপতি দল বনাম সহ-সভাপতি দল। ওই দিন দুপুর আড়াই টায় অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে অংশগ্রহণ করবে সম্পাদক দল বনাম যুগ্ম-সম্পাদক দল। আগামি ২০ এপ্রিল সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করবে সভাপতি দল বনাম যুগ্ম-সম্পাদক দল। ওই দিন দুপুর আড়াই টায় অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করবে সম্পাদক দল বনাম সহ-সভাপতি দল। আগামি ২৭ এপ্রিল সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করবে সহ-সভাপতি দল বনাম যুগ্ম-সম্পাদক দল। ওই দিন দুপুর আড়াই টায় অনুষ্ঠিত ম্যাচে অংশগ্রহণ করবে সভাপতি দল বনাম সম্পাদক দল। এরপর সর্বোচ্চ পয়েণ্টধারী দুই দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
টাঙ্গাইল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক খন্দকার মাসুদুল আলম জানান, প্রতি দলে ৯ জন খেলোয়ার খেলায় অংশগ্রহণ করতে পারবে। খেলা প্রতি ইনিংস ১৫ ওভারে অনুষ্ঠিত হবে। ট্যাপ টেনিসে খেলা অনুষ্ঠিত হবে। প্রতি খেলায় ম্যান অব দ্যা ম্যাচ খেলোয়ারকে পুরস্কৃত করা হবে। এছাড়া টুর্নামেন্টের সেরা বোলার ও ব্যাটসম্যানকে পুরস্কৃত করা হবে।
টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যনিবার্হী কমিটির সদস্য ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ইফতেখারুল অনুপম জানান, টাঙ্গাইলের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ছাড়াও টাঙ্গাইল প্রেসক্লাব আয়োজিত এ ক্রিকেট টুর্নামেণ্ট এবারই প্রথম শুরু হচ্ছে। আশা করছি, প্রতি বছরই এ টুর্নামেণ্টের আয়োজন করা হবে। টুর্নামেণ্টের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে থাকবে টাঙ্গাইল প্রেসক্লাব। টুর্নামেণ্টের সব খেলাই অনুষ্ঠিত হবে টাঙ্গাইল বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয় মাঠে। খেলা পরিচালনা করবেন, জেলা ক্রীড়া সংস্থার আম্পায়ারবৃন্দ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno