আজ- ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বৃহস্পতিবার  বিকাল ৪:০৯

টাঙ্গাইল সাহিত্য সংসদের স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল সাহিত্য সংসদের উদ্যোগে ২৭১তম স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সাপ্তাহিক সময়তরঙ্গ পত্রিকার সম্পাদক ও কবি হেমায়েত হোসেন হিমুর সভাপতিত্বে অনুষ্ঠিত কবিতা পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক কবি কামরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র চেয়ারের অধ্যাপক ড. মহুয়া মুখোপাধ্যায়, পশ্চিম বঙ্গের কবি ও কথাশিল্পী মলয় চন্দ্র মুখোপাধ্যায়। আলোচনায় অংশ নেন টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি খন্দকার নাজিম উদ্দিন, টাঙ্গাইল সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি মাহমুদ কামাল।
কবিতা পাঠের অনুষ্ঠানে কবি আবু মাসুমের কবিতা সমগ্র-১ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। আবু মাসুমের কবিতা সমগ্র নিয়ে আলোচনা করেন সংগীত শিল্পী এলেন মল্লিক, কাশীনাথ মজুমদার পিংকু ও আল রুহী।
শেষে ২৭০তম অনুষ্ঠানের শ্রেষ্ঠ তিন কবিকে আলহাজ্ব আব্দুল হালিম সরকার স্মৃতি পুরস্কার, অ্যাডভোকেট আব্দুর রশীদ প্রদত্ত ডা. আব্দুর রাজ্জাক স্মৃতি পুরস্কার ও কবি সোলায়মান আল মনসুর প্রদত্ত আকাশ সাহিত্য পুরস্কার প্রদান করা হয়।
এছাড়া অনুষ্ঠানে শ্রেষ্ঠ আবৃত্তিকার হিসেবে সৃষ্টি ফাউন্ডেশন পুরস্কার পান কবি আমিনুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, স্বকাল পরিষদের সভাপতি নুরুল ইসলাম বাদল।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno