আজ- ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  বিকাল ৫:৪৯

টাঙ্গাইল-৪ আসনে ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর মনোনয়নপত্র দাখিল

 

দৃষ্টি নিউজ:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনে কৃষক শ্রমিক জনতালীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার(২৮ নভেম্বর) মনোনয়নপত্র জমার মেষ দিনে দলের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তমকে সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং অফিসারের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন ‘সৎ, ক্লিন ইমেজের অধিকারী, দলের প্রতি নিবেদিত, তৃণমূলে গ্রহনযোগ্য’ ব্যক্তি ছাড়া কাউকে দলীয় মনোনয়ন দেয়া হবেনা। কিন্তু তিনি কথা রাখতে পারেন নি। তৃণমূল আওয়ামীলীগের কাছে যিনি সবচেয়ে অপছন্দের, তাকেই দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমার চিঠিতে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমি দল থেকে পদত্যাগ ও কৃষক শ্রমিক জনতালীগে যোগদান করে মনোনয়নপত্র দাখিল করেছি। বিজয়ের বিষয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, কয়েক বছর ধরে নিজ উদ্যোগে কালিহাতীতে কাজ করছি। প্রতিটি গ্রামে আমার শক্ত অবস্থান তৈরি হয়েছে। আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ার পরও আমার সমর্থকরা নির্বাচন করার অনুরোধ করেন। তাদের অনুরোধে এবার সংসদ নির্বাচনে প্রার্থী হতে কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান করেছি।
এর আগে রোববার (২৫ নভেম্বর) ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী জেলা পরিষদের সদস্য পদ এবং কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী একজন সৎ, দানশীল, ক্লিন ইমেজের অধিকারী, জনদরদী ও কর্মী বান্ধব নেতা হিসেবে কালিহাতীতে পরিচিত। জেলা পরিষদ নির্বাচনে সারা দেশের নির্বাচিত সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno