আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  সন্ধ্যা ৬:৫৩

টাঙ্গাইল-৫ আসনে মুরাদ সিদ্দিকী মাথাল প্রতীক পেলেন

 

দৃষ্টি নিউজ:


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৪ টাঙ্গাইল-৫(সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী মাথাল প্রতীক পেয়েছেন। সোমবার(১০ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকীকে এই প্রতীক বরাদ্দ দেন।
এর আগে ২৮ নভেম্বর ১৩৪ টাঙ্গাই-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন।
মাথাল প্রতীক বরাদ্দ পেয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। বঙ্গবন্ধু যেমন শত প্রতিকূলতা মোকাবেলা করে দেশ স্বাধীন করেছেন, মানুষের সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন; তেমনি আমিও সকল বাঁধা-বিপত্তি উপেক্ষা করে টাঙ্গাইলবাসীকে মাদক, ভূমিদস্যু, ইভটিজিং ও চাঁদাবাজ মুক্ত টাঙ্গাইল উপহার দেব। টাঙ্গাইলের শিক্ষিত বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব। এটা আমার মুখের কথা নয়, অঙ্গীকার।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno