আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৬:৫১

ট্রাইব্রেকারে ভূঞাপুরকে হারিয়ে ফাইনালে সখিপুর

 

দৃষ্টি নিউজ:


ট্রাইব্রেকারে সখিপুর উপজেলা ফুটবল দল ৪-২ গোলে ভূঞাপুর উপজেলা ফুটবল দলকে পরাজিত করে ফাইনালে উঠেছে । বৃহস্পতিবার(২৩ নভেম্বর) বিকালে টাঙ্গাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হ্যাবিট-সৃষ্টি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় এ দুটি দল।
খেলার ১৪ মিনিটের সময় সখিপুরের ডি-বক্সের ভিতর ভূঞাপুরের ইলিয়াসের কোনাকুনি পাসে নাইজেরিয়ান খেলোয়াড় পেট্রিক গোল করে (১-০) দলকে এগিয়ে নেয়। সখিপুর উপজেলা গোল খেয়ে পিছিয়ে পড়ে খেলায় ফিরে আসার জন্য বার বার আক্রমণ করে। কিন্তু সখিপুর উপজেলার নাইজেরিয়ান ও বাংলাদেশ প্রিমিয়ার লীগের স্টাইকার আবাহনীর এমেকা ডালিংটন গোল করার সুযোগ হাত ছাড়া করে। ভূঞাপুরের গোলরক্ষক পারভেজ এক্ষেত্রে কৃতিত্বের দাবিদার। ভূঞাপুর উপজেলার জালকে ২৬ মিনিট পর্যন্ত রক্ষা করে দর্শনীয় গোল কিপিং দেখিয়ে। খেলার ২৭ মিনিটের সময় সখিপুর উপজেলার এমেকা ডালিংটন ভূঞাপুরের বক্সের জটলা থেকে গোল করে (১-১) সমতা আনে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে সখিপুর উপজেলার জোরালো আক্রমণ থেকে ভূঞাপুরের জালকে রক্ষা করে গোলরক্ষক পারভেজ ও তার দলের ডিফেন্স। এক্ষেত্রে সখিপুর উপজেলার স্টাইকার এমেকা ও নাইজেরিয়ান কেষ্টার গোল মিসিং এর অবদান আছে। ভূঞাপুর উপজেলা রক্ষণাত্মক খেলার পাশে বার কয়েক পাল্টা আক্রমণে ওই নাইজেরিয়ান খেলোয়াড় পেট্রিক গোল করার সুযোগ মিস করেছে। দু’দলের খেলোয়াড়রা দ্বিতীয়বারে মত গোল করতে ব্যর্থ হলে খেলা ট্রাইব্রেকারে গড়ায়।
ট্রাইব্রেকারে সখিপুর ৪-২ গোলে জয়লাভ করে। ট্রাইব্রেকারে সখিপুর উপজেলার পক্ষে এমেকা ডালিংটন, কেষ্টা, লিমন, রাশেদ ও সজীব গোল করে। সখিপুরের অধিনায়ক লিটন বর্মনের শট ভূঞাপুরের গোলরক্ষক পারভেজ ফিরিয়ে দেন। ভূঞাপুরের পক্ষে রফিক ও লিমন গোল করে। ভূঞাপুরের জনি ও নাইজেরিয়ান ইশা ট্রাইব্রেকারে গোল করতে ব্যর্থ হয়।
সখিপুর উপজেলা: রাসেল মাহমুদ লিটন, নিত্য, মিলন, জগন্নাথ/সুরতন, মৃনাল, লিটন বর্মন(অধিনায়ক),কৃষ্ণ, এমেকা ডালিংটন(নাইজেরিয়া), কেষ্টা(নাইজেরিয়া), শীতল ও রাশেদ।
ভূঞাপুর উপজেলা: পারভেজ, ইলিয়াস, মেহেদী, জনি, প্রেট্রিক(নাইজেরিয়া), ইসা(নাইজেরিয়া), লিমন, মাসুদ/রনি, রফিক, খায়রুল ও সুমন।
আজ শুক্রবার(২৪ নভেম্বর) দ্বিতীয় সেমিফাইনালে নাগরপুর উপজেলার সাথে ধনবাড়ী উপজেলা প্রতিযোগিতা কবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno