আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  বিকাল ৩:৪৩

ট্রাক প্রতীক নিয়ে লড়বেন লতিফ সিদ্দিকী

 

দৃষ্টি নিউজ:


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৩ টাঙ্গাইল-৪(কালিহাতী) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক গাড়ি প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন, আওয়ামীলীগ থেকে বহিস্কৃত দলের সভাপতিমন্ডলীর সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। সোমবার(১০ ডিসেম্বর) সকাল ১০টায় লতিফ সিদ্দিকীকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম এই প্রতীক বরাদ্দ দেন।
এর আগে ২৮ নভেম্বর ১৩৩ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন।
ট্রাক গাড়ি প্রতীক বরাদ্দ পেয়ে আবদুল লতিফ সিদ্দিকী প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি আওয়ামী লীগের বিপক্ষে প্রার্থী হইনি। আমি প্রার্থী হয়েছি জাতীয় ঐক্যফ্রণ্টের বিরুদ্ধে। আমি জনগণের লোক, জনগণ আমাকে ভালোবাসে; আমি জনগণকেই মানি। দেশে বহু দল আছে। আওয়ামী লীগের হাজার হাজার প্রার্থীরা একটি প্রদ্ধতিতে নির্বাচনে আসে। আমি জনগণের আদেশ মানবো। আওয়ামী লীগ জনস্বার্থের দল, আমি জনস্বার্থের সেবক। জনগণ আমাকে চায়, সেই জন্যে আমি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছি এবং ট্রাক গাড়ি প্রতীক পেয়েছি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno