আজ- রবিবার | ২ নভেম্বর, ২০২৫
১৭ কার্তিক, ১৪৩২ | সকাল ১১:৩৭
২ নভেম্বর, ২০২৫
১৭ কার্তিক, ১৪৩২
২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক, ১৪৩২

দেলদুয়ারে ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের দেলদুয়ারে ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সামনে তারা এ কর্মসূচি পালন করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার শিক্ষার্থীদের যথাযথ বিচারের আশ্বস্থ করলে শিক্ষার্থীরা মানববন্ধন তুলে নিয়ে ক্লাসে ফিরে যায়।

জানা যায়, গত (২৫ ফেব্রুয়ারী) মঙ্গলবার ডা. এফআর খান পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে যাওয়ার পথে জাঙ্গালিয়া গ্রামের আলী হোসেনের বখাটে ছেলে তানজিল উত্ত্যক্ত করে। বিদ্যালয়ের কয়েকজন ছাত্র এর প্রতিবাদ করায় তাদেরকে মারপিটও করে বখাটে তানজিল। জনৈক শিক্ষক এগিয়ে গেলে তাকেও প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনার প্রতিবাদে ওই স্কুলের শিক্ষার্থীরা উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ শেষে ফেরার পথে শিক্ষার্র্থীদের ওপর দ্বিতীয় দফায় হামলা চালায় বখাটে তানজিল ও তার সঙ্গীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিন জানান, দশম শ্রেণির ছাত্র তানজিলকে বিভিন্ন অভিযোগের দায়ে হোম টিসি দেয়াসহ বিদ্যালয় আঙিনায় প্রবেশেরও নিষেধাজ্ঞা দেয়া হয়। তবে তিনি নিষেধাজ্ঞা অমান্য করে বিদ্যালয়ে প্রবেশ করাসহ শিক্ষাথীদের সাথে শুভনীয় আচরণ করেনি।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার জানান, ছাত্রী উত্ত্যক্তকারীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়