আজ- ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  রাত ৪:৪০

দেলদুয়ারে ‘বেগুনি পাতার ধান’ চাষ হচ্ছে

 

দেলদুয়ার সংবাদদাতা:

চারপাশে সবুজ ধানের সমারোহ। মাঝখানে বেগুনি রঙের পাতার ধান ক্ষেত। যে কারো প্রথম দর্শনে ধান ভাবতে অবাক লাগবে। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বারোপাখিয়া গ্রামে দেখা যায় এ চিত্র। দেলদুয়ারের কয়েকজন কৃষক এই প্রথমবার ‘বেগুনি পাতার ধান’ চাষ করেছেন। ওই ধান চাষ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ফলন ভালো হলে আগামিতে অনেকেই তাদের জমিতে এ ধানের চাষ করার কথা ভাবছেন।

কৃষকরা জানান, টিভিতে কৃষি বিষয়ক অনুষ্ঠানে বেগুনি রঙের ধান দেখে এ জাতের ধান চাষে তাদের আগ্রহ জাগে। স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তার সহযোগিতায় বীজ এনে তারা এই প্রথম এ জাতের ধান চাষ করেছেন।

জমিতে বীজ রোপনের পর খুব বেশি পরিচর্যা করতে হয়নি। সারও লেগেছে কম। আশ-পাশের প্রচুর মানুষ তাদের ধান ক্ষেত দেখতে আসছেন। ফলন বেশি পাওয়ার আশা তাদের।

স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান মল্লিক জানান, বেগুনি পাতা রঙের ধানের আয়ুষ্কাল একটু কম। দ্রুত ফলন দেওয়ায় এই জাতের ধানে রোগ বা পোকা-মাকড়ের আক্রমণ তেমন হয় না।

গাছ শক্ত হওয়ায় ঝড়-বৃষ্টিতেও হেলে পড়ার সম্ভাবনা কম থাকে। ফলন আশানুরূপ হলে অন্য কৃষকদের মাঝে এই জাতের ধান ছড়িয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno