আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  বিকাল ৫:৫১

দেলদুয়ারে হতদরিদ্রদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে ৭হাজার পিস শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন, টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি সৈয়দ মাহমুদুল ইলাহ্ লিলু। বুধবার(১৩ জুন) দুপুরে আটিয়াস্থ নিজ বাস ভবনে বিভিন্ন গ্রামের হতদরিদ্রদের মাঝে তিনি এ শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, আটিয়া ইউপি চেয়ারম্যান মো. সিরাজ মল্লিক, দেউলি ইউপি চেয়ারম্যান মো. সাচ্চু মিয়া, মো. রউফ মাস্টার সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এসময় সাংবাদিকদের লিলু বলেন, বংশ পরম্পরায় পবিত্র ঈদুল ফিতরে আমরা এলাকার দরিদ্র মানুষের মুখে একটু হাসি ফোঁটানোর চেষ্টা করে থাকি। আজ থেকে ৪০ বছর যাবত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আমরা এ সেবা দিয়ে আসছি। আমার বাবা গরীবদের খুব ভাল বাসতেন। আমি মনে করি ঈদ সকলের আনন্দবার্তা নিয়ে আসে। তাই ঈদের দিনে সকলেই নতুন জামা-কাপড় পরে মাঠে নামাজ পড়তে যাবেন- এমনটাই প্রত্যাশা আমার। তিনি জানান, এসএসসি পরিক্ষার্থী দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের জন্য ২০টি ইউনিয়নের ১৮০টি ওয়ার্ডের ৮৯১জন শিক্ষার্থীর ফরমপুরণের টাকা তিনি দিয়েছেন। টাকার অভাবে শিক্ষার্থীরা যাতে অকালে ঝড়ে না যায়- সেজন্যই তিনি এটা করেছেন। খুশির সংবাদ হলো সেসব শিক্ষার্থীর মধ্যে ৭৩৯জন পরিক্ষার্থীই এবার এসএসসিতে কৃতকার্জ হয়েছেন। এছাড়া কন্যা দায়গ্রস্ত ১৭২জন পিতার দায়িত্ব পালন করে তাদের স্বামীর ঘরে পাঠিয়েছেন তিনি। একজন মুমুর্ষূ রোগীর হৃদপিন্ডে কৃত্তিম ভাল্ব লাগিয়ে তার বেঁচে থাকার স্বপ্ন পুরণের ভাগীদার হয়েছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno