আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৪:২৮

দেশে সংখ্যালঘু বলে কিছু নেই :: তারানা হালিম

 

দৃষ্টি নিউজ:


ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, ধর্মীয় সম্প্রীতির এ দেশে সংখ্যালঘু বলে কিছু নেই, মানুষ হিসেবে প্রত্যেকের সমান অধিকার রয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান সকলেই ভাই ভাই। বৃহষ্পতিবার (২৮ সেপ্টেম্বর) দিনভর টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনকালে পুজারীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতাময়ী নেত্রী। তিনি বাংলাদেশের প্রতিটি মানুষকে সমানভাবে ভালোবাসেন। তাঁর কাছে কে মুসলিম আর কে হিন্দু- এটা বিবেচ্য নয়। আপনাদের প্রতি প্রধানমন্ত্রীর সুনজর রয়েছে। এজন্যই দেশের প্রতিটি মন্ডপে অনুদান সহ পূজার সার্বিক নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে আপনারা নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারেন।
এ সময় প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লক্ষ্মীকান্ত সাহা, আওয়ামী লীগ নেতা মো. রফিকুল ইসলাম রঙ্গু, মো. নিজাম উদ্দিন, খালিদ হোসেন, আব্দুর রাজ্জাক, সাঈদা ইয়াছমিন শিউলি, রৌশনারা মাসুদা, ফরিদুর রহমান ফরিদ প্রমূখ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno