আজ- ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  দুপুর ২:৫৮

ধনবাড়ীতে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযুক্ত গ্রেপ্তার ॥ বাড়ি-ঘর ভাংচুর

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের ধনবাড়ীর নওয়াব ইনস্টিউটিশনের এসএসসি পরীক্ষার্থীকে গণধর্ষণের রেষ কাটতে না কাটতেই আবারো নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শফিকুল ইসলাম শফি(৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার(১৪ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম উপজেলার পাইস্কা ইউনিয়নের কয়ড়া গ্রামের মৃত আজগর আলী ফকিরের ছেলে। এ ঘটনায় বুধবার রাতেই ওই স্কুল ছাত্রী বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে ধনবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।
এদিকে এ ঘটনার খবর জানাজানি হলে বৃহস্পতিবার(১৫ নভেম্বর) এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে অভিযুক্ত শফিকুলের বাড়ি-ঘর ভাংচুর করে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের কয়ড়া গ্রামের মৃত আজগর আলী ফকিরের ছেলে পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শফিকুল ইসলাম(৪২) গত ১২ নভেম্বর রাত ১০ টার দিকে পাশের বাড়ির স্কুলছাত্রীকে(১৪) একা পেয়ে মুখ চেপে ঝাপটে ধরে বাড়ির পশ্চিম পাশে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় স্কুলছাত্রীর ধস্তাধস্তি ও ডাক-চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে লম্পট শফিকুল পায়ের সেন্ডেল ফেলে রেখে দৌঁড়ে পালিয়ে যায়। পরে ঘটনাটি জানাজানি হলে শফিকুলের পরিবার আপোষ-রফার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। খবর পেয়ে পুলিশ বুধবার রাতে ঘটনাস্থলে যায়। পরে পুলিশের সহায়তায় ওই স্কুলছাত্রী থানায় গিয়ে বুধবার রাতেই বাদী হয়ে অভিযুক্ত শফিকুলের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত শফিকুল ইসলাম শফিকে গ্রেপ্তার করে।
এদিকে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় শফিকুলের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বৃহস্পতিবার এলাকার শ’ শ’ নারী-পুরুষ ধনবাড়ী শহরেও বিক্ষোভ মিছিল করে এবং পরে অভিযুক্ত শফিকুলের বাড়ি-ঘরে ভাংচুর চালায়। এ সময় ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ও ওসি মজিবর রহমান দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে গ্রামবাসী শান্ত হয়ে ফিরে যায়।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদ, মহিলা সদস্য জমিলা বেগম, স্কুল শিক্ষক আব্দুর রাজ্জাক ও শাজাহান আলী সহ অনেকেই জানান, শফিকুল আওয়ামী লীগের নেতা পরিচয়ে এ ধরণের একাধিক অপকর্ম করেছে। অনেকের জায়গা- জমিও বেদখল দিয়েছে। তারা এ ঘটনায় তার চরম শাস্তির দাবি জানান।
ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান বলেন, এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। আসামিকে গ্রেপ্তার করে বৃহস্পতির সকালে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno