আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৩:৩৮

ধর্ষণকারীর সঙ্গে ধর্ষিতার বিয়ে নিষিদ্ধ হচ্ছে

 

দৃষ্টি নিউজ:


সরকার বাল্যবিরোধ আইনের যে খসড়া বিধিমালা চূড়ান্ত করেছে, তাতে ধর্ষণকারী বা অপহরণকারীর সঙ্গে কোনো অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেয়া নিষিদ্ধ করা হয়েছে।
সরকারের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি মঙ্গলবার(৫ ডিসেম্বর) বাল্যবিয়ে নিরোধ আইনের এই বিধিমালার খসড়া চূড়ান্ত করে।
দেশের নারী অধিকার কর্মীরা এর আগে এই আইনের সমালোচনা করছিলেন এই বলে যে, এতে ‘বিশেষ পরিস্থিতিতে’ বাল্যবিবাহ দেয়ার সুযোগ রাখা হয়েছে।
নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেছেন, বিধিমালাটির খসড়া চূড়ান্ত হলো তাতে বলা হয়েছে- ধর্ষক, অপহরণকারী বা জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনকারীর সঙ্গে বাল্যবিয়ে দেয়া নিষিদ্ধ করা হচ্ছে। খসড়াটি এখন আইন মন্ত্রণালয়ে যাবে, তারপর অনুমোদনের জন্য সংসদে।
তিনি বলেন, ‘আমরা বিধিমালায় পরিষ্কারভাবে বলেছি, ধর্ষণের শিকার অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ধর্ষকের সঙ্গে বিয়ে দেয়া যাবে না।’
ব্যাপক সমালোচনার মুখে বাংলাদেশে এ বছরের ফেব্রুয়ারিতে বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ পাস হয়।
এই আইনের ১৯ ধারায় বলা হয়েছিল, বিশেষ পরিস্থিতিতে, আদালত ও অভিভাবকের সম্মতিতে ১৮ বছরের কম বয়সী মেয়েদের বিয়ে দেয়া যাবে।
এ ক্ষেত্রে কোন পরিস্থিতি বিশেষ পরিস্থিতি বলে বিবেচিত হবে সেটি পরিষ্কারভাবে উল্লেখ ছিল না। আর সেখানেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল সরকার।
দেশে ধর্ষণের শিকার মেয়েদের সালিশের মাধ্যমে ধর্ষকের সঙ্গে বিয়ে দেয়ার একটি সামাজিক রীতি প্রচলিত রয়েছে। আপোষে এমন বিয়ের মাধ্যমে ধর্ষক প্রায় সময় বিচার এড়িয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
নারী অধিকার কর্মীদের আশঙ্কা ছিল বাল্যবিয়ে আইনের ১৯ ধারার অপব্যবহার করে বাল্যবিয়ের সুযোগ বাড়াবে।
এই ধারা আদালতে চ্যালেঞ্জ করেছেন মানবাধিকার আইনজীবী সালমা আলী। তিনি বলেন, ১৯ ধারাটিই বাতিল করা প্রয়োজন।
তিনি বলেন, ‘আমাদের প্রথম কাজ হবে অপরাধটা যাতে না হয় সেটা দেখা। এটা হলে সরকার ও প্রশাসন ভিক্টিমের পক্ষে থাকবে। আইনে যা আছে সেই অনুযায়ী বিচার হবে।’
তবে আইন ও সালিশ কেন্দ্রের নীনা গোস্বামী বলেন, ধর্ষকের সঙ্গে বিয়ে দেয়া যাবে না বলে যে বিধিমালা আসতে যাচ্ছে সেটি ১৯ ধারার ঘাটতি কিছুটা মেটাবে। তিনি বলেন, ‘আইনটা করার আগেই ১৯ ধারাটা না রাখার জন্য আমরা বারবারই বলেছিলাম। কোনো অপরাধীর সঙ্গেই যাতে বিয়ে হতে না পারে সে জন্য কোনো একটা বিধি রাখার জন্য আমরা সুপারিশ করে আসছিলাম। যেহেতু আইনটা যেহেতু পাস হয়ে গেছে তাই এই বিধি কোনো না কোনোভাবে অন্তত একটা ব্যাকআপ দেবে।’

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno