
নাগরপুর সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারই সম্পাদক মেহেদী হাসান রয়েল আর্তমানবতায় পীড়িত হয়ে গয়হাটা ইউনিয়নের কর্মহীন ৭০০ পরিবারের মাঝে ব্যক্তি উদ্যোগে খাদ্য সহায়তা দিয়েছেন।
উপজেলার গয়হাটায় মঙ্গলবার(১৯ মে) সকালে নিজ বাড়িতে ব্যক্তি উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
https://youtu.be/RxmwY_uh2r4
এ সময় তিনি বলেন, আমি গত দুই বছর যাবত গয়হাটা ইউনিয়নের অসহায় ও দুস্থ পরিবারের পাশে থেকে তাদের সাহায্য-সহযোগিতা করে যাচ্ছি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকারি নির্দেশনা মানতে গিয়ে যারা কর্মহীন হয়ে পড়েছেন তাদের পাশে সরকারের পাশাপাশি আমরা খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়েছি। আগামিতেও কর্মহীনদের পাশে আমরা থাকবো।
