আজ- ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  সকাল ১১:২৪

নাগরপুরে ইলিশ রক্ষা অভিযানে ১৯ জনের সাজা

 

নাগরপুর সংবাদদাতা:


টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা নির্বাহী অফিসার আসমা শাহীনের নেতৃত্বে ইলিশ মাছ রক্ষা অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার(১৬ অক্টোবর) পরিচালিত অভিযানে জেলে, বিক্রেতা ও ক্রেতাদের ভ্রম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন দন্ড প্রদান করা হয়।
এ সময় ১১ জন জেলেকে আট হাজার ২০০ টাকা জরিমানা ও আট জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয় এবং জেলেদের কাছ থেকে পাওয়া মাছ ধরার জাল ও মাছ জব্দ করা হয়। জব্দকৃত প্রায় ১২মন মাছ উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, দরিদ্র, প্রতিবন্ধী, শিশু, বৃদ্ধদের মাঝে বিতরণ করা হয়। মাছ বিতরনের সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও), উপজেলা মৎস অফিসার সহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিরা।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno