আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৯:১৩

নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ

 

নাগরপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও বিকাশের মাধ্যমে টাকা দেয়া হয়েছে।

রোববার(২৮ জুন) সকালে নাগরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পারিবারিক কৃষির আওতায় সবজি-পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ওই বীজ বিতরণ করা হয়।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিনামূল্যে বীজ বিতরণের উদ্বোধন করেন।

উপজেলা পরিষদের হলরুমে কৃষি সম্প্রসারন কর্মকর্তা ইমরান হোসেন শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, উপজেলা কৃষি অফিসার আব্দুল মতিন বিশ্বাস।

এসময় উপজেলার সদর ও গয়হাটা ইউনিয়নের ৬৪ জন কৃষককে বিনামূল্যে বিভিন্ন সবজি বীজ ও বিকাশের মাধ্যমে প্রত্যেকে এক হাজার ৯৩৫ টাকা করে দেয়া হয়।

পর্যায়ক্রমে উপজেলার দুইটি ইউনিয়ন ব্যতিত সব ইউনিয়নের কৃষকদের মাঝে বীজ ও টাকা বিতরণ করা হবে।

এসময় নাগরপুরে কর্মরত সকল উপ-সহকারী কৃষি অফিসাররা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno