আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ১০:৪২

নাগরপুরে গণহত্যা দিবস পালিত

 

নাগরপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রোববার(২৫ মার্চ) নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় গণহত্যা দিবস’ উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আলহাজ্ব¡ খন্দকার আবদুল বাতেন।
উপজেলা নির্বাহী অফিসার আসমা শাহীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাবরিন চৌধুরী, আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব হামিদুর রহমান ঝন্টু, নাগরপুর সরকারি কলেজের গণিত বিভাগের প্রভাষক মো. শরিফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মতিয়ার রহমান মতি, উপজেলা মুক্তিযোাদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. সুজায়েত হোসেন, উপজেলা কৃষি অফিসার বিএম রাশেদুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব আলম খান, বেগম মমতাজ খন্দকার প্রমুখ। এসময় উপজেলার নানা শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno