আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  বিকাল ৫:৩৭

নাগরপুরে তিনটি অবৈধ ড্রেজার জব্দ

 

নাগরপুর সংবাদদাতা:


টাঙ্গাইলের নাগরপুরে তিনটি অবৈধ ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার(৮ জানুয়ারি) সকালে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মাঝুটিয়া গ্রামের ধলেশ্বরীর শাখা নদী থেকে তিনটি ড্রেজার জব্দ এবং ব্যবহৃত সরঞ্জাম ধংস করা হয়।
জানা যায়, নাগরপুর উপজেলার বিভিন্নস্থানে দীর্ঘদিন যাবত নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছিল কতিপয় অসাধু ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী মেজিষ্ট্রেট সাবরিন চৌধুরীর নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত মঙ্গলবার সকালে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মাঝুটিয়া গ্রামের ধলেশ্বরীর শাখা নদীতে অভিযান পরিচালনা করে।
এ সময় নাগরপুর থানা পুলিশ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ ব্যাপারে উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী মেজিষ্ট্রেট সাবরিন চৌধুরী বলেন অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তাই অপরাধী যেই হোক আমরা তাদের আইনের আওতায় আনব।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno