আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  সন্ধ্যা ৬:২৬

নাগরপুরে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

 

নাগরপুর সংবাদদাতা:


টাঙ্গাইলের নাগরপুরে দুর্নীতি দমন কমিশনের(দুদক) উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার পংবাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলহাজ রমজান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
নাগরপুর উপজেলা দুর্নতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দুনীতি দমন কমিশনের উপ-পরিচালক রেভা হলদার। এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারি পরিচালক মো. আতিকুল আলম, দুদক টাঙ্গাইল জেলা সমন্বিত কার্যালয়ের ডিএডি একেএম নূরে আলম সিদ্দিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ সুজায়েত হোসেন, সাধারণ সম্পাদক খোরশেদুন্নাহার ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দুস সবুর, পংবাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. কলিম উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুল আজিজ মিঞা প্রমুখ। এ সময় প্রধান অতিথি উপস্থিত শিক্ষার্থীদেরকে ‘মিথ্যা কথা বলবো না, অসৎ কাজ করবো না’ এই স্লোগান সকলের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno