আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ২:২৫

নাগরপুরে বন্যা প্রস্ততির মহড়া অনুষ্ঠিত

 

নাগরপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুরে সমাজভিত্তিক বন্যা ঝুঁকিব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সোমবার(২৯ এপ্রিল) বন্যা প্রস্ততি ও সাড়াদান মহড়া অনুষ্ঠিত হয়েছে। শাহাজানী এমএ করিম উচ্চ বিদ্যালয় মাঠে ভারড়া দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা বিডিপিসি এ অনুষ্ঠানের আয়োজন করে।
ভারড়া ইউপি চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম। বন্যা প্রস্ততি ও সাড়াদান মহড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রকল্প কর্মকর্তা বেগম শাহীন, পানি উন্নয়ন বোর্ডের কনসালটেন্ট কাজী তৌফিকুল ইসলাম, জুনিয়র এক্সপার্ট মো. সামাদ মিয়া, শিলা রাণী দত্ত, আজমল হোসেন আকন্দ প্রমুখ। এ সময় বন্যা প্রস্ততি ও সাড়াদান মহড়ার কর্মকর্তাসহ এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno