আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  বিকাল ৫:৩৪

নাগরপুরে বানভাসী মানুষের মাঝে বুরো বাংলাদেশের ত্রাণ বিতরণ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ও গয়হাটা ইউপি কার্যালয়ের সামনে ১১টি গ্রামের বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। বুধবার(২৩ আগস্ট) দুপুরে বুরো বাংলাদেশ’র নির্বাহী পরিচালক মো. জাকির হোসেনের ব্যবস্থাপনায় বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্ত ১০০০ হাজার পরিবারের মাঝে ওই ত্রাণ বিতরণ করা হয়।
বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, চাল ২০ কেজি, আলু ৫ কেজি, ডাল দুই কেজি, সয়াবিন তেল দুই লিটার, লবন এক কেজি, সাবান দুইটি, মোমবাতি, ম্যাচ, ওষুধ ও খাবার স্যালাইন।
ত্রাণ সামগ্রী বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পুলক কান্তি চক্রবর্তী, নাগরপুর উপজেলা সমাজসেবা অফিসার সৌরভ তালুকদার, সলিমাবাদ ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট দাউদুল ইসলাম দাউদ, বুরো বাংলাদেশের পরিচালক(বিশেষ কর্মসূচি) সিরাজুল ইসলাম, বুরো বাংলাদেশ জোনাল অফিসার মুস্তাফিজুর রহমান, ট্রেইনার প্রধান কামাল আহম্মেদ, প্রশিক্ষণ বিভাগের কর্মকর্তা মো. হাবিবুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা টাঙ্গাইল জোন সাকোয়াত হোসেন প্রমুখ।

 

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno