আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সকাল ৭:২৩

নাগরপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

 

নাগরপুর সংবাদদাতা:

‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, শিক্ষাই জাতির শ্রেষ্ঠ সম্বল’ এই প্রতিপাদ্যে টাঙ্গাইলের নাগরপুর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার(৫ মে) সকালে উপজেলার সহবতপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
সহবতপুর উচ্চ বিদ্যালয়ের পরিচলনা কমিটির সভাপতি মো. জাকির হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেলিম আহমদ, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ইয়াসমিন মনিরা, টাঙ্গাইলের জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান মিঞা, ইউপি চেয়ারম্যান তোফায়েল মোল্লা, প্রধান শিক্ষক গোপাল চন্দ্র সাহা প্রমুখ। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno