আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৫:৪৩

নাগরপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

 

নাগরপুর সংবাদদাতা:


টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়নের ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(১০ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি উপকরণ বিতরণ করেন, সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। মো. আজমল হোসেনের সঞ্চলনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান জিয়াসমিন আক্তার জোৎস্না, উপজেলা কৃষি কর্মকর্তা বিএম রাশেদুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে রবি/২০১৮-১৯ ভূট্টা-সরিষা, চিনা বাদাম, বিটি বেগুন, বোরো ও পরবর্তী খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন তিল উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে এ উপকরন বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও উপকার ভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno