আজ- ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  সকাল ৯:৩৬

নাগরপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

 

নাগরপুর সংবাদদাতা:


টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার(২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
প্রত্যুষে উপজেলা প্রশাসন, পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, বিএনপি, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোরদের ডিসপ্লে প্রদর্শন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাগরপুর উপজেলা নিবার্হী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নাগরপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আলম চাঁদ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার মো. সুজায়েত হোসেন, মুক্তিযোদ্ধা এমএ সালাম, খ. আব্দুল করিম, মোকাদ্দেস আলী, কৃষি অফিসার বিএম রাশেদুল, ডা. মো. আনোয়ার হোসেন, ডা. মো. আরশাফ আলী, প.প. কর্মকর্তা মাহাবুব রহমান, প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সবুজ, অমলেন্দু সোম সাহা প্রমুখ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno