আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  দুপুর ১২:১৭

নাগরপুরে ‘মুক্তিযোদ্ধা দিবস’ পালিত

 

নাগরপুর সংবাদদাতা:


টাঙ্গাইলের নাগরপুরে যথাযথ মর্যাদায় মুক্তিযোদ্ধা দিবস পালন করা হয়েছে। উপজেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে শনিবার(১ ডিসেম্বর) সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনের আওয়ামী লীগের মনোনীত (নৌকার) প্রার্থী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু।
আলোচনা সভার আগে প্রধান অতিথি আলহাজ্ব আহসানুল ইসলাম টিটুকে নাম ফলক সম্বলিত ক্যাপ পড়িয়ে দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মো. সুজায়েত হোসেন। এর পর প্রধান অতিথিকে ফুলের নৌকা দিয়ে বরণ করে নেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মো. সুজায়েত হোসেনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. মাইদুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল বার সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব মো. মুলতান উদ্দিন, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হক ফজল, মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার (সাংগঠনিক) মো. জয়নাল আবেদীন ফারুক, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. দাউদুল ইসলাম দাউদ, মো. শওকত হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জহুরুল ইসলাম বাদশা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মো. আজিজুল হক বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক এসএম গোলাম কিবরিয়া রাজীব প্রমুখ। এসময় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno