আজ- ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ৯:৪৫

নাগরপুরে রোগাক্রান্ত একই পরিবারের চারজন অর্থভাবে চিকিৎসা পাচ্ছেনা

 

নাগরপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া গ্রামের হতদরিদ্র দিনমজুর মো. লাল্টু মিয়ার পরিবারের পাঁচ সদস্যের চারজনই বিরল রোগে আক্রান্ত। অর্থাভাবে লঅল্টু মিয়া পরিবারের চার সদস্যের সুচিকিৎসা করাতে পারছে না। রোগাক্রান্তরা হচ্ছেন, স্ত্রী মোছা. তানহা বেগম (৩৫) আর্সেনিকে আক্রান্ত, বড় ছেলে ছিয়াদ (৮) চর্ম রোগে আক্রান্ত, ছোট ছেলে ছিয়াম (৩) চর্ম রোগে আক্রান্ত ও একমাত্র মেয়ে মরিয়ম (৬) বিরল রোগে আক্রান্ত।
পরিবারের গৃহিনী তানহা বেগম কান্নাজড়িত কন্ঠে জানান, তিনি প্রথমে আর্সেনিক রোগে আক্রান্ত হন। পরে বড় ছেলে ছিয়াদের জন্মের ৬ মাস বয়স থেকে তার হাত ও পায়ে চুলকানি শুরু হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। মেয়ে মরিয়ম জন্মের ছয় মাস বয়স থেকে হঠাৎ তার শরীর থেকে মরা চামড়া উঠতে থাকে। ধীরে ধীরে সেটা আরো বড় আকার ধারণ করে সারা শরীরে ছড়িয়ে পড়ে। গত কয়েক দিন ধরে ছোট ছেলে ছিয়ামের শরীরের বিভিন্ন অংশে চুলকানি শুরু হয়েছে। এতে তারা দিশেহারা হয়ে পড়েছেন। বিভিন্ন সময় নানা স্থানে চিকিৎসা করে তার আর্সেনিক রোগ কিছুটা ভাল হলেও সন্তানদের রোগের কোন সুফল হয়নি। ঢাকার পিজি হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করে সর্বশান্ত হয়ে পড়েছেন তারা। বর্তমানে রোগাক্রান্ত সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তার সন্তানদের জীবন বাঁচাতে দেশের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন। মোছা. তানহা বেগমের বিকাশ মোবাইল ০১৭৪৭-৪০১৪৬৭ নম্বরে সাহায্য পাঠানোর অনুরোধ জানান তিনি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno