আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ১:০৫

নাগরপুরে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ

 

নাগরপুর সংবাদদাতা:


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার(৩১ মার্চ) সকালে যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিনটি স্কুল ও একটি কলেজের শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মো. আজিজুল হক বাবুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আসমা শাহীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দিন তালুকদার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপদেষ্টা, সাংবাদিক খন্দকার আছাব মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি ও উপজেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সবুজ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক ওমর ফারুক বিপ্লব, সদস্য সচিব মো. রাশেদ খান মেনন রাসেল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব মো. মাইদুল ইসলাম জিপু।
অনুষ্ঠানে উপজেলার যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ, নয়ন খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, শহীদ শামসুল হক বালিকা উচ্চ বিদ্যালয় ও নাগরপুর মহিলা কলেজের শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ করা হয়। এসময় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও বই বিতরণ শেষে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno