আজ- বুধবার | ৫ নভেম্বর, ২০২৫
২০ কার্তিক, ১৪৩২ | সকাল ৭:০১
৫ নভেম্বর, ২০২৫
২০ কার্তিক, ১৪৩২
৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক, ১৪৩২

নাগরপুরে স্টুডেণ্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

নাগরপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার(২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত একটানা ভোটগ্রহন চলে।

শিশুদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টির লক্ষে অনুষ্ঠিত স্টুডেণ্টস কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিদ্যালয় আঙিনায় সাদা-কালো ও কালার পোস্টার সঁঁটিয়েছে। তাছাড়া অভিভাবকরাও বিদ্যালয় আঙিনায় নিজ নিজ প্রার্থীর পক্ষে অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে ভোট দেয়ার বিষয়ে কথা বলছেন। রোববার উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমকি বিদ্যালয়ে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এক যোগে উপজলোর ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এ নির্বাচনে ভোট প্রদান করেছে।

নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার লক্ষে শিক্ষার্থীদের মধ্য থেকেই নির্বাচন কমিশনার, প্রিজাইডিং, পোলিং অফিসার এবং নিরাপত্তার কাজে পুলিশ ও আনসার সদস্য নিয়োগ করা হয়।

তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি থেকে সাতজন প্রার্থী বিজয়ী হবে। তারা স্বাস্থ্য, বন ও পরিবেশ বিষয়ক, পরিষ্কার-পরিচ্ছন্নতা, আপ্যায়ণসহ সাতটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবে।

পংবাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে তৃতীয় শ্রেণি থেকে সাব্বির মিয়া, রিমন মিয়া, সেজান মিয়া চতুর্থ শ্রেণি থেকে মো. রিমন আহম্মেদ, আবু সালেহ নাবিল, সাহিদা আক্তার জুই, পঞ্চম শ্রেণি থেকে নাঈম ইসলাম, সুমনা আক্তার ও আয়শা আক্তার প্রতিদ্বন্দ্বিতা করছে। সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে সাতটি পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

উপজেলা সদরের যদুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ বলেন, এ বছর নির্বাচনে শিক্ষার্থী ছাড়াও অভিভাবকদের মধ্যে অনেক বেশি উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

স্টুডেণ্টস কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটাররা জানায়, নির্বাচনে জয়-পরাজয় যাই হোক তারা আনন্দের সঙ্গে মেনে নেবে। তারা সরাসরি নির্বাচনে অংশ নিতে পেরে আনন্দিত।

নাগরপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার জিএম ফুয়াদ মিয়া বলেন, শিশুকাল থেকে পরিবেশ উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেয়া, বিদ্যালয়ের লেখাপড়া, খেলাধূলা ও সাংস্কৃতিক পরিমন্ডলে বেড়ে ওঠার ক্ষেত্রে ভূমিকা রাখতে এবং শিশুদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলার জন্যই এই নির্বাচনের আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়