আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৪:১০

নাগরপুর মহিলা কলেজের জমির অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

 

নাগরপুর সংবাদদাতা:


টাঙ্গাইলের মহিলা কলেজের ছাত্রী নিবাসের ভূমি অবৈধভাবে বন্দোবস্ত দেয়ার প্রতিবাদ ও ওই বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ছাত্রীরা। বুধবার(১৬ মে) সকালে কলেজ ক্যাম্পাসে প্রায় দুই হাজার ছাত্রী একত্রিত হয়ে বিক্ষোভ সমাবেশ করে। মিছিল শেষে তারা স্থানীয় ইউএনও অফিস ঘেরাও ও মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা শাহীনের কাছে বন্দোবস্ত বাতিলের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে।
বিক্ষুদ্ধ কলেজ ছাত্রীরা জানায়, কলেজের ছাত্রী নিবাসের ২৬ শতাংশ ভূমি উপজেলা প্রশাসন অবৈধভাবে নাগরপুর ডায়াবেটিক সমিতিকে বন্দোবস্ত দিয়েছে। তাদের কলেজের ভূমি ফিরিয়ে না দিলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno