আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সন্ধ্যা ৭:২৬

পতাকায় মোড়ানো একেকটি স্কুল যেন একেকটি ক্ষুদ্র বাংলাদেশ

 

গোপালপুর সংবাদদাতা:


স্কুল নয়। যেন একেকটি ক্ষুদ্র বাংলাদেশ। বিজয়ের মাস ডিসেম্বরে জাতীয় পতাকায় মোড়ানো দৃষ্টিনন্দন স্কুল উপহার দেয়া হয়েছে গোপালপুরের শিশুদের। শিশুদের স্কুলগামী করা, ঝরেপড়া রোধ, জাতীয় পতাকা ও সংগীতের প্রতি শ্রদ্ধা এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধে হাতেখড়ি দেয়ার লক্ষ্যে গোপালপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস বিজয়ের মাসে ‘এক্সিল্যান স্কুল’ নামে এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ বাস্তবায়ন করেছে। উপজেলার ১৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের সবকটিই লাল সবুজের রং আঁকিয়ে জাতীয় পতাকার চিত্রে মুডিয়ে দেওয়া হয়েছে। মনে হয় পুরো স্কুল ভবনটিই যেন একটি লাল সবুজ পতাকা। পেশাদার শিল্পীদের দিয়ে অঙ্কন কাজ করানোয় একেকটি স্কুলকে মনে হয় যেন একেকটি লাল সবুজের বাংলাদেশ। কোনো কোনো স্কুলের ভেতরের দেয়ালও একইভাবে মনোরম চিত্রে শোভায়িত করা হয়েছে। সেখানে মুক্তিযুদ্ধের চিত্রকে প্রাধান্য দেয়া হয়েছে।
মুক্তিযোদ্ধা নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঞ্জু আনোয়ারা ময়না জানান, এটি একটি মডেল। লাল সবুজ পতাকায় মোড়ানো ভবন মানেই সেটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এজন্য কাউকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুঁজে বের করতে কষ্ট করতে হয় না।
তিনি আরো জানান, প্রথম শ্রেণিতে পড়া একটি শিশু এখন সহজেই জাতীয় পতাকা চিনতে পারে। শিশুটি মুক্তিযুদ্ধের মূল্যবোধ নিয়েই বড় হয়ে উঠার পাশাপাশি নিখাদ দেশপ্রেমের সঙ্গে পরিচিত হবে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম রুমি জানান, এ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২৭ হাজার শিশু পড়ালেখা করে। এসব শিশুকে মুক্তিযুদ্ধের মূল্যবোধ শেখানোর পাশাপাশি প্রত্যেকটি বিদ্যালয়কে শিশুদের জন্য সেকেন্ড হোম করার চিন্তা থেকেই ‘এক্সিল্যান স্কুল’ নামে এ ব্যতিক্রমধর্মী প্রয়াস নেওয়া হয়। এতে সুফল মিলছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno