আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ১২:২১

পুরস্কার শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে :: লায়লা খানম

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার ও শ্রেষ্ঠ শিক্ষা অফিসার লায়লা খানম বলেছেন, শিক্ষা হচ্ছে প্রতিটি মানুষের জীবন ধারণের ধাপ। যিনি যে পর্যন্ত পড়ালেখা করবেন তিনি সে অনুযায়ী জীবন-যাপন করবেন- এটাই বাস্তবতা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা করা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয়া অপরিহার্য। খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশ নিয়ে পুরস্কার পেলে মন উৎফুল্ল হয়। পুরস্কার শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করে। তিনি মঙ্গলবার(৬ মার্চ) কালিহাতী উপজেলার দেউপুর উচ্চ বিদ্যালয়ের ৫৮তম এবং দেউপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।
টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও দেউপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দেউপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, শিক্ষক মোহাম্মদ দানেছ আলী, মো. রেজাউল হক, সহকারী শিক্ষক আব্দুল লতিফ, আছমা আক্তার, সফিকুল ইসলাম প্রমুখ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno